লকডাউনের প্রথম দিনে ১৭২ জনকে জরিমানা

প্রকাশ: ১ জুলাই, ২০২১ ০৯:০২ , আপডেট: ১ জুলাই, ২০২১ ০৯:৩৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নেতৃত্বে কলাতলীতে অভিযান।

ইমাম খাইর, সিবিএনঃ
সাত দিনের লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) কক্সবাজার জেলায় ১৭২ জনকে ৯১,৬৫০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা শহরসহ পৃথক ৫০টি অভিযানে মামলা হয়েছে ১৬১টি। তবে, কাউকে কারাদণ্ড দেয়া হয় নি। সব উপজেলায় কড়াকড়ি লকডাউন পালিত হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে।
বিধিনিষেধ চলাকালে পর্যটন শহরের রাস্তা-ঘাট ফাঁকা হয়ে পড়েছে।
সকাল থেকে বেলা ২টা পর্যন্ত সড়কে সাধারণ মানুষের চলাচল খুবই সীমিত পরিসরে ছিল। মাঝেমধ্যে রিক্সা, মোটরসাইকেল ছাড়া অন্য কোন যানবাহন তেমন চোখে পড়েনি। জরুরী পণ্যবাহী গাড়ি চলেছে প্রমাণপত্র দেখিয়ে।
জরুরি সেবার সাথে জড়িতরা সুনির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে পার পেয়েছে। যারা প্রমাণপত্র দেখাতে পারেনি তাদের উল্টো ফেরত পাঠানো হয়েছে।
বিনা প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছে তাদের সতর্ক করা হয়েছে। লকডাউন আরো কঠোরভাবে পালন হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।