মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজের উপাধ্যক্ষের বিদায় উপলক্ষে এক  সংবর্ধনার আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ।
বুধবার (৩০ জুন) সকাল সাড়ে ১১ টায় সীমিত পরিসরে নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম।
সহকারী অধ্যাপক শাহ আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাদিয়া আফরিন কচি ও কলেজের উপাধ্যক্ষ বশির আহমেদ এর বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  ইউএনও সাদিয়া আফরিন কচি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর এক সংর্ধিত অতিথি উপাধ্যক্ষ বশির আহমেদ। অন্যান্য অতিথিদের মাঝে বক্তব্য রাখেন অত্র কলেজের সহকারী অধ্যাপক এমদাদুল্লাহ মোহাম্মদ ওসমান,জসিম উদ্দিন, প্রিয়তোষ শর্মা চন্দন,প্রভাষক মিজানুর রহমান, নিলুৎপল বড়ুয়া,মুজিবুল হক,জাহানারা বেগম লাকি,হেদায়েত হোসেন,আবদুল মান্নান,নজরুল ইসলাম জমাদ্দার,হাসান আহম্মেদ সোবহানী,মুজাহিদুল ইসলাম বাতেন প্রমূখ।