আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার কলাউজানে ডাকাতির ঘটনায় মো: শফি আলম (৩৮) নামে আরো এক ডাকাতকে আটক করেছে থানা পুলিশ।
৩০জুন (বুধবার) দুপুরে দিকে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। আটক শফি আলম কক্সবাজার জেলার মহেশখালী পানিছড়া এলাকার মৃত সরু মিয়ার পুত্র।
এর আগে (২৯ জুন) লোহগাড়া থানার এসআই পার্থ সারথি হাওলাদের নেতৃত্বে পুলিশের একটি টিম মহেশখালী পানিছড়া এলাকায় অভিযান তাকে আটক করে থানায় নিয়ে আসে ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গত ১৮ জুন দিনগত রাতে কলাউজানের ফতেহ আলী সিকদার পাড়ার মাওলানা আবুল কাসেমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
আটকের পর শফি ডাকাতির ঘটনায় জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সে ডাকাতি ঘটনার সাথে জড়িত বলে আদালতে জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুন ডাকাতির ঘটনায় চকরিয়া বরইতলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী ৪টি অস্ত্র, ১৩রাউন্ড কার্তুজ, ৩টি মোবাইল সেট, নগদ টাকাসহ আরেক ডাকাত নুরুল হাসেম প্রকাশ কাসেম (৩০) আটক করে পুলিশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।