বলরাম দাশ অনুপম :
কক্সবাজার সদর উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিল্টন রায়। গত সোমবার (২৮ জুন) তিনি বিদায়ী ইউএনও সুরাইয়া আক্তার সুইটির কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। নতুন ইউএনও সদর উপজেলায় দায়িত্ব পালনকালীন সময়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
মিল্টন রায় এর আগে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় সততা, নিষ্টার সাথে দীর্ঘদিন ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। ইউএনও হিসেবে পদোন্নতি পাওয়ার আগে মিল্টন রায় চট্টগ্রামের পটিয়া উপজেলাসহ কয়েকটি উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করেন।