সংবাদদাতাঃ
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উন্নয়নের রূপকার, কীর্তিমান ব্যক্তিত্ব ছালেহ আহমদের ৩২ তম মৃত্যুবার্ষিকী আজ।

তিনি নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহর পিতা।

১৯৬৭ থেকে ১৯৮৮ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ছিলেন ছালেহ আহমদ।

তিনি একসময়ের দুর্গম, অবহেলিত নাইক্ষ্যংছড়ির বহুমূখী উন্নয়ন করেন এবং জনদুর্ভোগ লাগব করেন।

বহু ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন ক্ষণজন্মা এই কীর্তিমান পুরুষ।

তাঁর অক্লান্ত পরিশ্রম ও দুরদর্শিতায় নাইক্ষ্যংছড়িতে নানা অবকাঠামোগত উন্নয়ন হয়।

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার প্রসার, শান্তি প্রতিষ্ঠিাসহ সকল সম্প্রদায়ের মানুষের নিরাপদ সহবস্থান তৈরিতে অনবদ্য ভূমিকা রেখেছেন তিনি।

মানবিক, ধার্মিক ও অসাম্প্রদায়িক মানুষ হিসেবে সর্বজনবিদিত ব্যক্তি ছিলেন মরহুম আলহাজ্ব ছালেহ আহমদ।

মৃত্যুদিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা ও তোর মাগফেরাত কামনা করেছেন সর্বস্তরের লোকজন।

মরহুম পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অধ্যাপক মো. শফিউল্লাহ।