সিবিএন ডেস্ক
আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে। এদিন ব্যাংক খোলা থাকলেও কোনও লেনদেন হবে না। তবে রবিবার (৪ জুলাই) থেকে যথারীতি ব্যাংক খোলা থাকবে। সেক্ষেত্রে লেনদেন হবে সীমিত আকারে।
বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন হবে বেলা দেড়টা পর্যন্ত। সপ্তাহের শুক্র-শনিবার ছাড়াও রবিবার ব্যাংক বন্ধ থাকতে পারে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল পৌনে ৪টা ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করেনি। সার্কুলার জারি হতে আরও সময় লাগবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘ব্যাংক খোলা থাকবে, তবে সময় এখনকার চেয়ে একটু কমিয়ে আনা হবে। ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শাখাগুলো সাড়ে তিনটা পর্যন্ত খোলা থাকবে।’
প্রসঙ্গত, ১ জুলাই থেকে দেশজুড়ে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।