সিবিএন ডেস্ক:
অবশেষে আফগানিস্তান থেকে সৈন্য সম্পূর্ণরুপে প্রত্যাহার করে নিয়েছে জার্মানি। দীর্ঘ প্রায় দুই দশক পর মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে তাদের সর্বশেষ সৈন্য নিজ দেশে ফিরে গিয়েছেন।

এক বিবৃতিতে জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানগ্রেট ক্র্যাম্প-ক্যারেনবাউয়ার বলেন, প্রায় ২০ বছর পর আমাদের শেষ সেনারা এই রাতে (মঙ্গলবার) আফগানিস্তান ছেড়ে গেছে এবং তারা বাড়ির পথে আছে। এটি একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফগানিস্তানেই জার্মান সামরিক বাহিনী প্রথম স্থলযুদ্ধ করেছিল। দেশটিতে যুক্তরাষ্ট্রের পর তাদেরই সর্বোচ্চ সেনা মোতায়েন ছিল। সংখ্যাটা সবমিলিয়ে প্রায় দেড় লাখ। মৃত্যুবরণ করেছেন ৫৯ জন এবং এদের মধ্যে যুদ্ধ বা জঙ্গি হামলায় নিহত হন ৩৫ জন।
এর আগে গত এপ্রিলের মাঝামাঝিতে সামরিক জোট ন্যাটো এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন যে, আফগানিস্তানে থাকা ১০ হাজার (ঘোষণার সময় এই সংখ্যা ছিল) বিদেশি সৈন্যকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। গত ১ মে থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

সূত্র: রয়টার্স