আলাউদ্দিন,লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ১৩ টি মামলায় ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ( ২৮ জুন) বিকাল ৩ টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।

জানা যায়, উপজেলার বটতলী মোটর স্টেশন,পদুয়া বাজার ও চুনতি বাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, ’করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশ না মেনে দোকান খোলা রাখার দায়ে ১৩ টি মামলায় ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’