চট্টগ্রাম প্রতিনিধি:
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর চট্টগ্রাম জেলার চ্যাম্পিয়ন হয়েছে হাটহাজারী উপজেলা।
রোববার (২৭ জুন) বিকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঁশখালী উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাটহাজারী উপজেলা দল।
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এর আগে চট্টগ্রাম উত্তর জেলা জোন ফাইনালে ফটিকছড়ি উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাটহাজারী উপজেলা।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমীন, সাধারণ সম্পাদক মো. জাফর মেম্বার, কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ শত শত দর্শকের আনন্দ উল্লাসে এই জয়ে চট্টগ্রাম স্টেডিয়াম মুখরিত হয়ে উঠে।
চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর চট্টগ্রাম জেলার চ্যাম্পিয়ন হওয়ায় হাটহাজারী উপজেলা দলকে অভিনন্দন জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহল আমিন।