সাইদুল ইসলাম ফরহাদ :
পুঁতে রাখা তিমির মাছের কঙ্কাল পানির ঢেউয়ের সাথে ভেসে এসেছে।
স্থানীয় জেলেরা জানান, ২দিন ধরে সমুদ্রের ১কি.মি দূরে তিমির কস্কালটি ভাসছিল। অনেকেই মনে করেছিল এটি বড় একটা কাঠ। পরে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য ছুটে গেলে দেখতে পাই এটি পুঁতে রাখা তিমির কস্কাল। পরে জেলেরা এটি যে তিমির কঙ্কাল নিশ্চিত করার জন্য স্থানীয় পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের সভাপতি পারভেজকে খবর দেয়। তিনি এসে দেখেন এটি তিমি মাছের কঙ্কাল।
পরে তিনি বিষয়টি নিশ্চিত করে নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট করেন এবং জেলা প্রশাসককে খবর দেন। এ তিমিরকঙ্কালে মাংস লেগে থাকার কারণে পার্শ্ববর্তী এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং কুকুর এসে মাংস ছিঁড়ে খাচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।