অনলাইন ডেস্ক: রাজবাড়ীর পাংশা উপজেলায় জিনের মাধ্যমে বড় লোক করে দেওয়ার প্রলোভন দেখিয়ে নবম ও দশম শ্রেণি পড়ুয়া দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই দুই কিশোরীর পরিবার থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার (১৫ জুন) মামলা দায়ের করে। অভিযুক্ত ব্যক্তি সবুর প্রামাণিক (৫৫) কে গতকাল শনিবার (২৬ জুন) রাতে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার (১৫ জুন) নবম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীর বাবা এবং দশম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীর বড় বোন বাদী হয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে নারী শিশু ও নির্যাতন দমন আইনে আলাদা দু’টি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী নবম শ্রেণির ওই ছাত্রী জানায়, অভিযুক্ত সবুর জিনের সাহায্যে তাদের পুরো পরিবারকে ধনী বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। গত মে মাসের শেষ দিকে এক রাতে সবুর তার বাবাকে এক গ্লাস পানি নিয়ে বাড়ির পাশে থাকা একটি তালগাছের নিচে মেয়েকে (ভুক্তভোগী ওই ছাত্রী) পাঠাতে বলেন। পরে পানি নিয়ে সেখানে গেলে তার হাত বেঁধে ফেলেন অভিযুক্ত সবুর।

ওই কিশোরী আরও বলেন, ৪১ দিন জিনের ইচ্ছা পূরণ করতে দিতে হবে বলে সবুর আমাকে জানায়। এতে আমাদের পরিবারের ভাগ্য বদলে যাবে। আমি চিৎকার দিতে গেলে জিন আমার বাবাকে মেরে ফেলবে হুমকি দেয় সবুর। এমনকি কাউকে কিছু বললে আমার পুরো পরিবারকে জিন দিয়ে ধ্বংস করে ফেলার ভয় দেখায়। এভাবে ভয় দেখিয়ে দুইবার ধর্ষণ করে সবুর।

অপর ভুক্তভোগী দশম শ্রেণির ছাত্রী বলে,আমি আমার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানেই একদিন সবুর আসেন এবং তার বোন ও দুলাভাইকে বড়লোক করে দেওয়ার প্রলোভন দেখান। এ সময় সবুর তাদের বলেন, সবুরের বাড়িতে যেয়ে ওই ছাত্রী যদি জিনের আসরে উপস্থিত না হন তাহলে তাদের পরিবারের বড় ধরনের ক্ষতি হবে।

ওই ছাত্রী আরও জানান, মে মাসের শেষ দিকে এক রাতে সবুরের বাড়িতে জিনের আসরে আমাকে যেতে হয়। এসময় আমাকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে বলে সবুর। নামাজ শেষ হলেই কালো রঙের জোব্বা পরে ঘরের আলো নিভিয়ে আমার সামনে আসে সে। আর বলে, আমি জিন। এখন সবুরের রূপ ধারণ করে সামনে এসেছি। আমার ইচ্ছা পূরণ করতে হবে। এভাবে ভয় দেখিয়ে আমাকে চারবার ধর্ষণ করে সবুর।

এ বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, বুধবার (১৬ জুন) সাবেক ওসি শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।

মাসুদুর রহমান আরও জানিয়েছেন, দীর্ঘ প্রচেষ্টার পর ঘটনায় নায়ক ভন্ডসাধু সবুর প্রামাণিককে শনিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে পাংশা থানার ওসির নেতৃত্বে ওই সাধুর বাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।