ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছে ইসরার হাসনাইন (১৫) নামের আরেক বন্ধু।

রবিবার (২৭ জুন) সকাল পৌনে ৮ টার দিকে ঘটনাটি ঘটে।

এ সময় ইয়াসিন আরাফাত ও আফিফ হোসাইন তাহসিন মিরকাত নামের দুই বন্ধু উদ্ধার হয়েছে।

নিখোঁজ ইসরার কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র এবং শহরের বিকেপাল সড়কের শের আলী মিয়া লেনের আলহাজ্ব আমান উল্লাহর ছেলে।

ইসরারের মামা সাংবাদিক সায়েদ জালাল উদ্দীন এ খবর জানিয়েছেন।

তিনি জানান, সকালে ইসরারের কয়েকজন বন্ধু মিলে সৈকতে গোসল করতে যায়। এক বন্ধু ভেসে যেতে দেখে তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয়েছে ইসরার। রবিবার দুপুর পর্যন্ত তার হদিস মেলেনি।

ইসরারের সঙ্গে থাকা মোমেন শাহরিয়ার সিয়াম বলেন, আমরা ১২ জন বন্ধু গোসল করছিলাম। হঠাৎ ইয়াসিন আরাফাত ভেসে যেতে দেখে তাকে আমরা চার বন্ধু সিয়াম, তামসেন, মিরকাত ও ইসরার উদ্ধার করতে যাই। সেখান থেকে মিরকাত কূলে ফিরলেও ইসরার নিখোঁজ থেকে যায়।