সিবিএন ডেস্ক:
সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত নির্বাহী আদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পূর্বঘোষিত সব পরীক্ষা ৩০ জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২৬ জুন) রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) শাখা থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চবি’র বিভিন্ন অনুষদের ডিনদের মৌখিক পরামর্শে আগামী ৩০ জুন পর্যন্ত পূর্বঘোষিত রুটিন অনুযায়ী সব বিভাগ, ইনস্টিটিউট সংশ্লিষ্ট ডিন এর সঙ্গে সমন্বয় করে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। তবে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যথাযথ স্বাস্থ্যবিধি মানার পূর্বের নির্দেশনা বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।