মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
নিষ্পাপ নিষ্কলুষ একটি ফুটফুটে শিশু রুয়াইফি। বয়স মাত্র ২ বছর ৪ মাস। তার স্নিগ্ধ মায়াবি মুখখানি দেখলে মায়ায় যে কারো মন ভরে যায়। সে শিশুটিও আজ কঠিন মহামারী করোনা পরিস্থিতির শিকার । এক সময় চিন্তা করা হত শিশুদের করোনা হয়না। কিন্তু সব কিছুকে মিথ্যে প্রমাণ করে আমাদেরকে জানিয়ে দিল শিশুদের নিয়ে পরিবারে আরো বেশি সতর্ক হওয়া উচিত। রুয়াইফিসহ পৃথিবীর সকল শিশুদের জন্য প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে উঠুক ।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও ডা. এস. এম নওশেদ রিয়াদ এবং শহরের ইউনিয়ন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তাসমিহা নাওশেদ চৌধুরী’র শিশু পুত্র কাজী রুয়াইফি বিন নাওশেদ । বৃহস্পতিবার কক্সবাজার জেলা সদর হাসপাতালে র্যাপিড এন্টিজেন টেস্টে নমুনা টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসে তার।
গত ২৩ জুন থেকে শিশু কাজী রুয়াইফি বিন নওশেদ জ্বর সর্দিসহ বিভিন্ন করোনা উপসর্গে আক্রান্ত হয়। কাজী রুয়াইফি বিন নওশেদকে বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এস. এম জামানের তত্বাবধানে বাসায় আইসোলেসনে থেকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এর আগে গত ২০ জুন কাজী রুয়াইফি বিন নাওশেদ এর পিতা কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার), করোনা যুদ্ধের ফ্রন্ট লাইনার ডা. এস.এম নাওশেদ রিয়াদ করোনা আক্রান্ত হন।
চিকিৎসক দম্পতির সন্তান কাজী রুয়াইফি বিন নাওশেদ উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান চৌধুরীর নাতি এবং কক্সবাজার জেলার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘কক্সবাজার নিউজ ডটকম-সিবিএন’ এর প্রকাশক, সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী , কক্সবাজার২৪ এর সম্পাদক ইমরুল কায়েস চৌধুরী , ছাত্রলীগ নেতা ইবনুল আকিব চৌধুরীর ভাগিনা।
কাজী রুয়াইফি বিন নওশেদ এর সুস্থতার জন্য তার মা ডা. তাসমিহা নাওশেদ চৌধুরী মহান আল্লাহর অসীম রহমত ও সকলের কাছে দোয়া কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।