মোহাম্মদ নোমান, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী ৭২৭ টি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে, ছয় মাসে (৫মাস ২৫ দিন) ৯৩ টি মামলায় ১১৯ জনকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে পৃথক পৃথকভাবে ১ লক্ষ ৮১ হাজার ৩৬৬ পিস ইয়াবা, ২ কেজি (ক্রিস্টাল মেথ) আইস, ৪ টি অস্ত্র, ১২ রাউন্ড গুলি, সন্দিগ্ধ মাদকদ্রব্য ১.৪ কেজি, ৪ লক্ষ ৯৪ হাজার ৫০০ নগদ অর্থ, ৩ কেজি ৮৯২ গ্রাম গাঁজা, ৭৮ লিটার চোলাইমদ, ৬০ টি বিয়ার ( ক্যান ), ১ টি পিকআপ, ১৩ টি মােবাইল ও, ১ টি টমটম জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, টেকনাফের সাধারণ জনগণ আমাদেরকে মাদক নিয়ন্ত্রণে সহায়তা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিযান পরিচালনাকালে আমি সহ আমার টিমের ৩ সদস্য আহতও হয়েছি, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং, চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।