প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আওয়ামীলীগের ইতিহাস,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৭২জন অসহায় ছিন্নমূল হতদরিদ্রদের মাঝে ফল বিতরণ করে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
শুক্রবার বিকেলে শহরের কলাতলী মোড়, লাইট হাউস পাড়া, লালদিঘীর পাড় সহ বিভিন্ন পয়েন্টে ফল বিতরণ করা হয়।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “বাংলার যত সংগ্রাম অর্জন ও গৌরবের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। তাই বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭২জন হতদরিদ্র ছিন্নমূলদের মাঝে ফল বিতরণ করে ছাত্রলীগের মানবিক ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করেছি।”
এমন মানবিক উদ্যোগে অসহায় হতদরিদ্ররা কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন,” ছাত্রলীগের মেধাবী ছাত্ররা একদিন মানুষের মতো মানুষ হয়ে আমাদের মতো হতদরিদ্রদের পাশে থাকবে আজীবন।
জেলা ছাত্রলীগের এমন মানবিক উদ্যোগ সারাবছর অব্যাহত রাখার আশ্বাস দেন কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও অন্যান্য সদস্যরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।