চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের বায়েজিদে বিষপানে লাকি দে (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ জুন) ভোরে বায়েজিদের হাটহাজারী রোডের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। লাকি দে ওই এলাকার উজ্জ্বল দের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, আজ শুক্রবার ভোরে বায়েজিদ থানা এলাকা থেকে বিষপান করা এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে ওই গৃহবধূর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।