সেলিম উদ্দীন, ঈদগাঁও:
অবশেষে নানা নাটকীয়তার মাধ্যমে কক্সবাজার সদরের চৌফলদন্ডীর মৌলভী মনছুর হত্যা মামলার আসামি নুরুল ইসলামকে ঈদগাঁও থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

নুরুল ইসলাম কক্সবাজার সদরের চৌফলদন্ডি কালু ফকির পাড়ার মুত মোঃ কালুর পুত্র বলে জানা গেছে।

বৃহষ্পতিবার (২৪ জুন) দুপুরে ঈদগাঁও নুর কমিউনিটি সেন্টারের একটি বিয়ে অনুষ্টান থেকে স্থানীয়দের সহযোগিতায় মামলার বাদী কামাল হোসেনের নেতৃত্বে তাকে ধৃত করার পর থানা পুলিশকে খবর দেয়া হয়।

থানা পুলিশ সদর থানায় যোগাযোগ করার জন্য পরামর্শ দেন ঈদগাঁও থানার ডিউটি অফিসার।

পরে বাদী পক্ষের লোকজন তাকে সিএনজি যোগে পাশ্ববর্তী ইসলামপুর নতুন অফিস নিয়ে আসলে বাঁধে বিপত্তি।

খবর পেয়ে চকরিয়া থানার এএসআই ফারুক ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখে পার্শ্ববর্তী থানার সাথে যোগাযোগের পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এসময় বাদী ও আসামী পক্ষের প্রায় অর্ধ শতাধিক লোক জড়ো হয়ে দীর্ঘ সাড়ে ৫ ঘন্টা পর্যন্ত নানা দেন দরবার ও তদবীর শুরু করা হয়। ঘটনাস্থলে বিভিন্ন ইউনিয়নের বেশ ক’জন জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

পরে ঈদগাঁও থানার অফিসার ইনচার্য ওসি আবদুল হালিমের নির্দেশে এসআই জুয়েল নতুন অফিস নাপিতখালী থেকে আসামী নুরুল ইসলামকে ছাড়িয়ে নিয়ে থানায় সোপর্দ করেন।

ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে ধৃত করা করে থানায় নিয়ে আসি। পরে কাগজপত্র পর্যালোচনা করে রাতেই আসামীকে কক্সবাজার মডেল থানায় প্রেরন করা হয়।