আলাউদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি শাহ আমানত বেকারী ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নবাবী কিচেনকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃস্পতিবার (২৪ জুন) সকালে আমিরাবাদ ও পদুয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবীব জিতু।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও খাবার পরিবেশন, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকার দায়ে নিরাপদ খাদ্য আইনে শাহ আমানত বেকারীকে ১ লক্ষ টাকা জরিমান করেন।

এছাড়াও নবাবী কিচেন নামে একটি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সাথে ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শের আলী এবং লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহা।