মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের দৈনিক পত্রিকা দৈনিক দেশবিদেশ এর সম্পাদক এডভোকেট মো: আয়ুবুল ইসলাম এবং তার পরিবারের আরো ৪ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৩ জুন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে তাদের নমুনা টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসে। এর কয়েকদিন আগে থেকে তারা জ্বর সহ বিভিন্ন করোনা উপসর্গে ভুগছিলেন।

এডভোকেট মো: আয়ুবুল ইসলামের পরিবারের যারা করোনা আক্রান্ত হয়েছে, তারা হলো-তার সহধর্মিণী রাশেদা বেগম রুবি, তার ৩ শিশু সন্তান যথাক্রমে তাসনুভা আয়ুব রুমকি (১৪), আসওয়াদ আয়ুব রিজভী (১১) এবং আফরা বিনতে আয়ুব (৩)। উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাবেক জনপ্রতিনিধি, চাকবৈঠা গ্রামের বাসিন্দা এডভোকেট মো: আয়ুবুল ইসলাম মরহুম হাজী আমির কাসেম ও মরহুমা কুলসুম বেগমের কনিষ্ঠ সন্তান। এডভোকেট মো: আয়ুবুল ইসলাম ও করোনা আক্রান্ত পরিবারের সদস্যরা কক্সবাজার শহরের উত্তর বাহারছড়া বাসায় আইসোলেসনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
এডভোকেট মো: আয়ুবুল ইসলাম, তার সহধর্মিণী ও সন্তানদের সুস্থতার জন্য মহান আল্লাহর অসীম রহমত ও সকলের কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।