আলমগীর মানিক, রাঙামাটি
যাত্রী সাধারনের দাবির মুখে অবশেষে প্রথমবারের মতো রাঙামাটি থেকে চট্টগ্রাম পর্যন্ত এসি বাস সার্ভিস চালু করেছে অত্রাঞ্চলের পরিবহন সংস্থা রাঙ্গামাটি বাস মালিক সমিতি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে এই সার্ভিসটির উদ্বোধন করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
এসময় রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, চট্টগ্রাম-রাামাটি বাস মালিক সমিতি’র সভাপতি মোঃ সৈয়দ, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বাস মালিক সমিতি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বেসরকারি রিলাক্স পরিবহন এর মালিকানাধীন এই এসি বাস সার্ভিসটি এখন থেকে নিয়মিতভাবে সকাল ১০ থেকে ১১ টার মধ্যে রাঙামাটি থেকে চট্টগ্রাম রুটে চলাচল করবে।
করোনা কালিন পরিস্থিতির উন্নতি হলে সরকারিভাবে ঢাকা পর্যন্ত দুরপাল্লার বাস সার্ভিস চালুর ঘোষনা আসলে এই এসি বাস সার্ভিস ঢাকা পর্যন্ত চলাচল করবে বলেও জানিয়েছেন বাস মালিক সমিতি কর্তৃপক্ষ।
প্রথমবারের মতো রাঙামাটি-চট্টগ্রাম রুটে এসি বাস সার্ভিস চালু
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।