মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চকরিয়া পৌরসভার প্রথম প্রশাসক, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আমজাদ হোসেনের ২য় মৃত্যু বার্ষিকী আজ বৃহস্পতিবার ২৪ জুন। ২০১৯ সালের এদিনে আদালতে কর্মরত থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

এডভোকেট আমজাদ হোসেন কক্সবাজার আওয়ামীলীগের সহ সভাপতি, কক্সবাজার সিটি কলেজের গভর্নিং বডির সদস্য, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সহ বহু শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া, সামাজিক ও কল্যানকর প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।

মরহুম এডভোকেট আমজাদ হোসেন পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের গোয়াখালী গ্রামের মাতব্বর (জমিদার) বাড়ির মরহুম মোহাম্মদ হোসাইনের ছেলে। তিনি তিনি ১৯৭৯ সালের ৩ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। দীর্ঘ ৪০ বছরেরও বেশী সময় ধরে তিনি আইন পেশায় রত ছিলেন। তিনি ২০১১-২০১২ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন ছাড়াও আরো আনেকবার বিভিন্ন পদে নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালীনও তিনি জেলা আইনজীবী সমিতির তৎকালীন নির্বাহী কমিটির তিনি সদস্য ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এডভোকেট আমজাদ হোসেন নব্বই দশকে চকরিয়া থানা সেন্টারে স্থায়ী নিবাস গড়ে তোলেন।

এডভোকেট আমজাদ হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে কোভিড-১৯ পরিস্থিতিতির কারণে স্বাস্থ্য বিধি প্রতিপালন করে খতমে কোরআন, দোয়া মাহফিল ও কবর জেয়ারতের কর্মসূচী রাখা হয়েছে বলে জানিয়েছেন- মরহুমের জ্যেষ্ঠ সন্তান, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট এইচ. রিফাত।