হারুনর রশিদ, মহেশখালী:
মহেশখালীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণকারী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন- মহেশখালী থানার ওসি আব্দুল হাই, ডাঃশিশির দে।
উপস্থিত ছিলেন- উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান, ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান, ছোট মহেশখালীর চেয়ারম্যান জিহাদ বিন আলী, মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ কবির,
ফায়ার সার্ভিসের ইনচার্জ পুলক, যুবউন্নয়ন কর্মকর্তা নিরেন্দ্র চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদসহ বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ এবং উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা মাদক নিয়ন্ত্রণ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভাপতি মোঃমাহফুজুর রহমান সভাপতি বক্তব্য প্রদানকালে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় অর্জনে টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকল অংশীজনদের সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মর্মে উল্লেখ করেন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ব্যাপক প্রচারসহ মহেশখালী উপজেলায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে ইতোমধ্যে গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার আহবান জানান।