মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

গত সপ্তাহে অর্থাৎ গত ১৬ জুন হতে ২২ জুন পর্যন্ত ৭ দিনে কক্সবাজার জেলায় করোনার নমুনা টেস্টের তুলনায় পজেটিভিটির হার ১২’৩৩% ভাগ। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব ও র‍্যাপিড এন্টিজেন টেস্ট (Rapid Antigen Test-RAT) পদ্ধতিতে নমুনা টেস্টের রিপোর্ট থেকে এ তথ্য পাওয়া যায়।

গত সপ্তাহে সর্বোচ্চ সংখ্যায় পজেটিভ রোগী শনাক্ত করা হয়েছে গত ২২ জুন। এদিন করোনা রোগী শনাক্ত করা হয় ১০৭ জন। এদিনে নমুনা টেস্টের তুলনায় পজেটিভিটির হার ১৯’৯৬% ভাগ। এছাড়া গত ২১ জুন করোনা শনাক্ত করা হয়েছে ৭৫ জন এবং পজেটিভিটির হার ১১’৯৮% ভাগ। গত ২০ জুন করোনা শনাক্ত করা হয়েছে ৫৯ জন এবং পজেটিভিটির হার ১১’৪৬% ভাগ। গত ১৯ জুন করোনা শনাক্ত করা হয়েছে ৪৪ জন এবং পজেটিভিটির হার ১৩’১৩% ভাগ। গত ১৮ জুন করোনা শনাক্ত করা হয়েছে ৪৬ জন এবং পজেটিভিটির হার ৮’২৭% ভাগ। গত ১৭ জুন করোনা শনাক্ত করা হয়েছে ৫৬ জন এবং পজেটিভিটির হার ১০’৪৫% ভাগ। গত ১৬ জুন করোনা শনাক্ত করা হয়েছে ৬১ জন এবং পজেটিভিটির হার ১১’০৫% ভাগ। এই ৭ দিনে কক্সবাজার জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪৪৮ জন। দেশে পজিটিভিটির গড় হার ৫ শতাংশের নীচে আসলেই চলমান বিধিনিষেধ প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলার চিন্তা ভাবনা করা হবে বলে রাষ্ট্রের নীতিনির্ধারণী মহল ইতিপূর্বে ঘোষণা দিয়েছেন।

এদিকে, শুরু থেকে ২২ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় মোট ১১ হাজার ৬১৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তারমধ্যে, করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছে মোট ১২২ জন রোগী। আবার এরমধ্যে, ২১ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’০৬% ভাগ। মোট আক্রান্তের মধ্যে ১০ হাজার ৪২৭ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯০% ভাগ।