প্রেস বিজ্ঞপ্তি
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, আওয়ামী লীগ মানেই বাঙালি জাতীয়তাবাদের মূল ধারা। আওয়ামী লীগ মানেই সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। উপমহাদেশের রাজনীতিতে গত সাত দশকেরও বেশি সময় ধরে নিজেদের অপরিহার্যতা প্রমাণ করেছে আওয়ামী লীগ। এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা প্রত্যুজ্জ্বল। বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির ছাত্র আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের যুগান্তকারী নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে জয়ী হওয়ার গৌরব রয়েছে আওয়ামী লীগের।

দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এগিয়ে চলছিল, ঠিক তখনই আঘাত হানে ঘাতকরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এখন বাঙ্গালী জাতির উন্নয়নের প্রতীক। তিনি ২৩ জুন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষকী উপলক্ষে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্যে একথা বলেন।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি ফরিদুল আলম। ধর্ম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন ইলাহীর কোরআন তেলোয়াতের মধ‍্যদিয়ে
শুরু হওয়া সভায় বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ডাঃ নুরুল আমিন,সহসভাপতি এম আজিজুর রহমান ও পৌর মেয়র মকছুদ মিয়া। বক্তব‍্য রাখেন উপজেলা সহসভাপতি মাস্টার লিয়াকত আলী, ফোরকান বিএ, এনামুল হক চৌধুরী রুহুল, যুগ্ম সাধারণ সম্পাদক ব্রজ গোপাল ঘোষ, মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, এড.আবদুল খালেক চেয়ারম‍্যান, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজেদুল করিম, আধ‍্যাপক সরওয়ার কামাল, এস এম আবু হায়দার, মোস্তফা কামাল চেয়ারম‍্যান, সেলিনা আকতার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ।
আমরা উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্মল চক্রবর্তী, অধ‍্যাপক সরওয়ার কামাল, মোস্তাক আহমদ তালুকদার,মাস্টার মাহবুবুল আলম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, মোঃ কামরুল হাসান চেয়ারম্যান, আব্দুস সামাদ এম রফিকুল ইসলাম, এডভোকেট শেখ কামাল, রবি আলম, সেলিম উল্লাহ সেলিম, আব্দু শুক্কুর, মোহাম্মদ নাসির জয়নাল ও কবির। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রুহুল আমিন ও উপ-প্রচার সম্পাদক এহসানুল করিম। সভার আগে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।