প্রেস বিজ্ঞপ্তি:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি-২০২১ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান, উপাধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি সোম, শিক্ষক পরিষদের সম্পাদক মফিদুল আলম এবং বৃক্ষরোপন কর্মসূচি পালন কমিটির আহবায়ক মুহাম্মদ উল্লাহ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ ও কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিদ্যা, মং থোয়েন এ, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ, উত্তম কান্তি দত্ত, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওবাইদুল হক, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ কাসেম, সহকারী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ ও মিঠুন চক্রবর্তী, প্রভাষক, ইংরেজি বিভাগসহ প্রমুখ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পুরো কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ৫০টি ফলজ ও বনজ বৃক্ষরোপন কার্যক্রম সম্পন্ন করা হয়।