মোহাম্মদ নুরুদ্দোজা,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নংওয়ার্ডের ঘনশ্যাম বাজারে চোরাইকৃত ছাগল বিক্রি করতে এসে জনতার হাতে ধরা পড়ে চোরের দল। ২১ জুন সোমবার সকাল ১১ টার দিকে এ ছাগল চুরি’র ঘটনাটি সংঘটিত হয়েছে বলে ছাগলের মালিক মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ মুহিব উল্লাহ জানান।
চোর দুই জনের পরিচয় পাওয়া গেছে,তারা হলেন, পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নংওয়ার্ডের হারগাজা এলাকার সেফায়েত পিতা-নুর আহমদ,শহীদ পিতা -হামিদ । চোরের দল লামা উপজেলার আড়াই মাইল,কুমারী নামক এলাকা থেকে স্হানীয় মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ মুহিব উল্লাহ এর সড়কের পাশ থেকে গর্ভবতী ছাগল চুরি করে ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজারে বিক্রি করতে আসলে এলাকার লোকজনের সন্দেহ হলে তাদের কে আটক করে। এই সময় স্থানীয় বাজার পাড়ার বাসিন্দা আরমান,রিয়াজ,রাকিব উপস্থিত থেকে ২ চোরকে চকরিয়া থানার টহলরত পুলিশের হাতে তুলে দেন।
চকরিয়ায় জনতার সহায়তায় ছাগল চোর আটক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।