লোহাগাড়া প্রতিনিধি :

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের একসঙ্গে তিন মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) দিবাগত রাতে ১ নম্বর ওয়ার্ড হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে।

মন্দিরগুলো হল, হিন্দুপাড়া শ্রী শ্রী সর্বমঙ্গলা কালী মন্দির, হাঁছিরামসাধু আশ্রম ও তপোবন কল্পতরু রক্ষাকালী মন্দির।

এতে প্রতিমার গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের আঙ্গুলের আংটি ও নগদ টাকাসহ বেশকিছু মালামাল লুট করেছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

লোহাগাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য সুনীল সরকার বিষয়টি নিশ্চিত চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্দিরে চুরির ঘটনা দুঃখজনক। এভাবে মন্দিরের চুরির ঘটনা আর কখনো ঘটেনি।

৩ মন্দিরে প্রতিমার গলার স্বর্ণের চেইন, হাতের আঙ্গুলে থাকা আংটি ও নগদ টাকা লুট করেছে চোরের দল। সবমিলিয়ে প্রায় তিন লাখ টাকার মালামাল খোয়া গেছে।

স্থানীয় ইউপি সদস্য তিনটি মন্দির চুরির কথা বললেও চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জমান বলছেন দুটি মন্দিরে চুরির কথা।

তিনি বলেন, বড়হাতিয়া এলাকায় দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। আরেকটি মন্দিরের দানবক্স চুরি হয়েছে।

এদিকে মন্দিরের ‍চুরির ঘটনার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহামুদ, চুনতি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা রাফিকুল ইসলাম জামান ও বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাঈদ চৌধুরী।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে জড়িতদের শনাক্তের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।