মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মঙ্গলবার ২২ জুন কক্সবাজার জেলায় মোট ১১০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তারমধ্যে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৫২৬ জনের নমুনা টেস্ট করে ৯১ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৪৩৫ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। এছাড়া, কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও জেলার অন্যান্য স্থানে একইদিন ৬৮ জনের র‍্যাপিড এন্টিজেন টেস্ট (Rapid Antigen Test-RAT) পদ্ধতিতে নমুনা টেস্ট করে ১৯ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ শনাক্ত করা হয়। র‍্যাপিড এন্টিজেন টেস্টে বাকী ৪৯ জনের টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া ৯১ জন করোনা রোগীর মধ্যে ২ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ৮৯ জনের মধ্যে ১ জন বান্দরবান জেলার রোগী। অবশিষ্ট ৮৮ জন সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ২৯ জন রোহিঙ্গা শরনার্থী। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, উখিয়া উপজেলায় ১৩ জন, রামু উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ৫ জন, চকরিয়া উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় ৪ জন এবং মহেশখালী উপজেলার ৬ জন রোগী রয়েছে। এছাড়া একইদিন র‍্যাপিড এন্টিজেন টেস্টে পজেটিভ শনাক্ত হওয়া ১৯ জন রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১৭ জন এবং উখিয়া উপজেলার ২ জন।

এনিয়ে, ২২ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ১১ হাজার ৬১৩ জন। এরমধ্যে, গত ২১ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ১২১ জন। তারমধ্যে, ২০ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’০৬% ভাগ।

এদিকে, গত ২১ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১০ হাজার ৩৬৭ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯০% ভাগ।