সংবাদ বিজ্ঞপ্তি:
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সরকারি স্কুলের প্রধানদের ন্যায় জাতীয় বেতন স্কেলের ষষ্ট গ্রেডে উন্নীত করন, স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের সরকারি কর্মকর্তা,কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান,প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের চাকুরী জীবনে নূন্যতম দুটি উচ্চতর গ্রেড প্রাপ্তির সুস্পস্ট ঘোষনা প্রদানসহ তিন দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেয়া হয়েছে।
২২ জুন সকালে সংগঠনের ব্যাপারে প্রথমে কক্সবাজার জেলা কার্যালয়ে এসে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আমীন আল পারভেজের হাতে স্বারকলিপি তুলে দেন। পরে শিক্ষকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান প্রধান পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর,সাধারণ সম্পাদক মুহাম্মদ রমজান আলী,কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার,কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি শফিউল আলম, খুরশিদা জান্নাত,যুগ্ন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন,দপ্তর সম্পাদক নুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ হোসাইন,রামু শাখার সভাপতি আজিজুল হক সিদকার,দপ্তর সম্পাদক শহিদুল হক,টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল,জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মান্নান,জেলা শাখার সদস্য আফছার উদ্দিন,মহেশখালী শাখার সহ সভাপতি দিদারুল আলম,টেকনাফ শাখার সহ সভাপতি সিরাজুল ইসলাম,জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক রমিজ উদ্দিন, সদস্য মোঃ ওসমান গণি,আমানুল হকসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন পূর্বে সরকারি বেসরকারী প্রধান শিক্ষকরা একই গ্রেেড ছিল তবে ১৯৯০ সালে তৎকালীন শিক্ষা মন্ত্রীরএকটি পরিপত্রে সরকারি স্কুলের প্রধানদের ষষ্ট গ্রেডে উন্নীত করলে আমার দীর্ঘ ২৭ বছর ধরে বৈষম্যের স্বীকার হয়ে আসছি। তাই বৈষম্য নিরসনের লক্ষ্যে বেসরকারী শিক্ষা প্রতিষ্টান প্রধানদের বেতন স্কেল ৭ম গ্রেড থেকে ৬ ষ্ট গ্রেডে উন্নীতকরণের দাবী জানান তারা।