জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে তিনটি স্বর্ণের বারসহ মো : ইউনুছ( ২৫) নামের রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ জুন) রাত সাড়ে ৯টায় ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া বাজার এলাকার আওয়ামীলীগ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
সে উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের ৭ ব্লক -ই এর মৃত নুর হোসেনের ছেলে।
তার বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।