জাহেদ হাসান:
কক্সবাজার পৌরসভার পশ্চিম কুতুবদিয়া পাড়া থেকে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।
সোমবার (২১ জুন) রাত অনুমানিক সাড়ে ১০ টার সময় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায়
থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে পৌরসভারস্থ পশ্চিম কুতুবদিপাড়া এলাকা থেকে ১ হাজার ৯ শত ৩৭ পিস ইয়াবাসহ ১ নং ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার মৃত আমির হোসেন এর ছেলে আক্তার হোসেন ও মহেশখালীর টাইমবাজার পূর্ব পুইছড়া এলাকার ছগির আহাম্মদ এর ছেলে আব্দুর রহিম কে আটক করেছে।
গ্রেফতারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।