মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চকরিয়া উপজেলার নতুন সহকারী কমিশনার (ভুমি) হিসাবে রিগ্যান চাকমা (১৮১৭৯) কে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২০ জুন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত ২১ নম্বর প্রজ্ঞাপনে রিগ্যান চাকমা সহ একই পদমর্যাদার ১০ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় এসি ল্যান্ড হিসাবে পদায়ন করা হয়েছে।
চকরিয়া উপজেলার নতুন এসি ল্যান্ড হিসাবে নিয়োগ পাওয়া রিগ্যান চাকমা ২০২০ সালের ৩০ জুলাই থেকে চাঁদপুরের হাইমচর উপজেলার এসি ল্যান্ড হিসাবে কর্মরত আছেন। রিগ্যান চাকমা ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা। রিগ্যান চাকমা চকরিয়ার বর্তমান এসি ল্যান্ড তানভীর হোসেনের স্থলাভিষিক্ত হবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।