মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) মোঃ রেজাউল করিম চৌধুরী ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM) পদে বদলী হয়েছেন। রোববার ২০ জুন ২৫৯ নম্বর স্মারকে আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোঃ রেজাউল করিম চৌধুরী সহ বিচার বিভাগের একই পদমর্যাদার ৩৭ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন আদালতে পদায়ন করা হয়।

ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পদটি খুবই গুরুত্বপূর্ণ বিচারিক পদ হওয়ায় এ পদে নিয়োগ পাওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য গর্বের বিষয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম চৌধুরীকে ২০২০ সালের ১৫ মার্চ কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিলো। ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর পদে নিয়োগ পাওয়া মোঃ রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাসিন্দা।

কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) মোঃ রেজাউল করিম চৌধুরীকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM) পদে নিয়োগ দেওয়া হলেও কক্সবাজারে কোন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়নি।