ছোটন কান্তি নাথ :
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ বলেন, ‘বিশ্বের ইতিহাসে দুইদফায় একযোগে এতসংখ্যক (১ লাখ ২৩ হাজার ২৪৪ পরিবার) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার নজির বিরল। সেই নজির স্থাপন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা।’
এমপি জাফর আলম আরও বলেন, দুইদফায় চকরিয়াতে যেসব পরিবার জায়গাসহ নতুন বাড়ি পেয়েছেন তারা মহান সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যাতে তিনি অনেকদিন আমাদের মাঝে বেঁচে থাকেন। কারণ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন বলেই আপনারা আজ বিনামূল্যে জায়গাসহ এই বাড়ি পেয়েছেন।’
আজ রবিবার এমপি জাফর আলম চকরিয়া উপজেলায় দ্বিতীয়দফায় ৩০০ এবং ও পেকুয়ায় ৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিনামূল্যে জায়গাসহ নতুন বাড়ির কবুলিয়ত দলিল, খতিয়ান ও বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় দুইদফায় ৩৮০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হয়েছে জায়গাসহ নতুন বাড়ি। দ্বিতীয়দফায় রবিবার নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন হতদরিদ্র ৩০০ ভূমিহীন পরিবার। এর আগে প্রথমদফায় ৮০টি পরিবারকে পুনর্বাসন করা হয় নতুন বাড়ি প্রদানের মাধ্যমে।
এর আগে রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনের পর চকরিয়ার ১৮টি ইউনিয়নের ৩০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমির কবুলিয়ত দলিল, সৃজিত খতিয়ান ও নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম।
চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের সভাপতিত্বে নতুন বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, দুই ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু ও জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরমেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিপিপি চকরিয়ার সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম, চিরিংগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন বাবুল, কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত ওসমান, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আলম জিকু, চকরিয়া প্রেস কাবের সভাপতি এম আর মাহমুদসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো। একইভাবে পেকুয়া উপজেলা পরিষদেও আনুষ্ঠানিকভাবে ৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন বাড়ির কাগজপত্র তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ জানান, চকরিয়া উপজেলায় দুইদফায় ৩৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জায়গাসহ নতুন বাড়ি নির্মাণ করে দেওয়ার মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। ইতোমধ্যে উপকারভোগী পরিবারগুলোর মাঝে দুই শতাংশ করে জমির কবুলিয়ত দলিল, খতিয়ান, বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।
ইউএনও আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নতুন এই বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। যেখানে রয়েছে দুইটি বেড রুম, একটি করে রান্নাঘর ও শৌচাগার। প্রতি পাঁচ পরিবারের জন্য একটি করে গভীর নলকূপ ও বিদ্যুৎ সংযোগও প্রদান করা হয়েছে।