মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম টেকপাড়ায় ১৬০ মিটার দীর্ঘ (৬০০ ফুট) আছিমং সড়কে আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন মেয়র মুজিবুর রহমান। রোববার ২০ জুন আনুষ্ঠানিকভাবে তিনি এ নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এসময় মেয়র মুজিবুর রহমান বলেন, আগামী ২ বছরের মধ্যে কক্সবাজার পৌরবাসীকে একটি আধুনিক শহর উপহার দেওয়া হবে। শহরের বিভিন্ন সড়কে নির্মাণ কাজ করতে গিয়ে পৌরসভার সম্মানিত নাগরিকেরা চলাচলে সাময়িক দুর্ভোগে পড়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। মেয়র মুজিবুর রহমান সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
আছিমং সড়কে আরসিসি ঢালাই কাজের উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম আজাদ বাবুল, পৌর কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবি সিদ্দিক খোকন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।