এম. বশির উল্লাহ, মহেশখালী:
মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (২য় পর্যায়) মহেশখালী উপজেলায় -১৬ টি ঘরের বরাদ্দ পাওয়া যায়। তৎপ্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ইউনিয়ন হতে মোট-১৬টি পরিবার ও নির্মাণযোগ্য জমি সণাক্ত করে ঘর নির্মাণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে আজ ২০জুন মুজিববর্ষে ২য় পর্যায়ে নির্মিত এ ঘর গুলো একযোগে শুভ উদ্বোধন করেন। এই পর্যায়ে নির্মিত এ সকল ঘর নির্মাণে বরাদ্দ ছিল ঘরপ্রতি-১,৯০,০০০টাকা ৷
এই পর্যায়ে বরাদ্দপ্রাপ্ত উপকারভোগীগণ জমিসহ পাকা ঘর পেয়ে অত্যন্ত আনন্দিত । তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণ ভরে দোয়া করছেন এবং মহান আল্লাহ্ এর প্রতি শুকরিয়া আদায় করেন।
রবিবার সকাল সাড়ে১০টা উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপকারভোগির পাশাপাশি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক , পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা চেয়ারম্যান শরিফ বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, সহকারি কমিশনার ভূমি এসএম আলমগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, কুতুবজুম ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন,শাপলাপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী, হোয়ানক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ও সাংবাদিক বৃন্দরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।