মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এক অভিযান চালিয়ে এস.এ পরিবহন কক্সবাজার শাখা থেকে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা টেবলেট সহ মোঃ সাহাব উদ্দিন (৩০) নামক একজন ইয়াবাকারবারী’কে গ্রেপ্তার করেছে। রোববার ২০ জুন সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার শহরের হলিডে মোড়স্থ এস.এ পরিবহন অফিসে এ অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে।
ধৃত ইয়াবাকারবারী মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী গ্রামের আবু তালেবের পুত্র। তার কাছ থেকে উদ্ধার করা ৯ হাজার ৬০০ পিচ ইয়াবা টেবলেট ও ইয়াবা কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে পুলিশ জব্দ করে। গ্রেফতারকৃত আসামী ইয়াবাকারবারী মোঃ সাহাব উদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জেলা পুলিশ সুত্রে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।