সিবিএন ডেস্ক:
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণ পশ্চিমে একটি দুই ইঞ্জিন বিশিষ্ট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। শনিবার ‘লেট এল-৪১০’ মডেলের বিমানটি কেমেরোভো ওবলাস্টে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, বিমানটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। দুর্ঘটনার আগে বিমানটির ক্রু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সঙ্কেত পাঠায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারালে বিমানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করে রুশ কর্তৃপক্ষ। দুই ক্রুসহ এতে ১৯ জন যাত্রী অব্স্থান করছিলেন।
বিমানটির কন্ডিশন ভালো ছিলো জানা গেছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয় সংশ্লিষ্টরা। কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।