মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্বহরিয়ার ছড়াস্থ পাহাড়ের পাদদেশে খেলতে গিয়ে পাহাড় ধ্বসে এক শিশুর মর্ম্মান্তি মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো:জোনাইদ(১০), সে ওই এলাকার মো:গিয়াস উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৯ জুন) দুপুর ১টা ৩০ মিনিটের সময় পূর্বহরিয়ার ছড়াস্থ গভীর পাহাড়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দিন দুপুরে একদল শিশু পাহাড়ে খেলতে যায়। ওই দলে নিহত শিশু জোনাইদ ও ছিল। পাহাড়ের এক টিলা থেকে আর এক টিলায় দৌড়াদৌড়ি করার সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ভেঙ্গে তাদের গায়ের ওপর পড়ে। ওই সময় অন্যান্য শিশুরা সরে যেতে সক্ষম হলেও নিহত জোনাইদ পাহাড়ের মাটিছাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে নিহতের আত্নীয় স্বজনেরা পাহাড়ের মাটি ছাপা থেকে নিহত শিশু জোনাইদের মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।

মহেশখালী উপজেলার হোয়ানক ইউপির চেয়ারম্যান মো:মোস্তফা কামাল জানান, বর্ষা শুরু হওয়ার সাথে সাথে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পাহাড়ে বসবাসকারী জনসাধারণকে ভারী বৃষ্টিপাতের সময় নিরাপদ আশ্রয়ে সরে থাকার জন্য বারবার সচেতনতামুল মাইকিং করা হয়। শনিবার দিন দুপুরে পাহাড় ধ্বসে শিশু নিহত হওয়ার খবর পেয়ে তার বাড়ীতে যাই, শিশুটি তার সহপাটিদের সাথে খেলতে গিয়ে পাহাড় ধ্বসের শিকার হয়ে মৃত্যু বরণ করেছে বলে জানান পরিবারের লোকজন। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং নিহতের পরিবারকে সরকারী ভাবে সহযোগীতা করা হবে বলে জানান চেয়ারম্যান।