মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

অবিভক্ত পোকখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার আহমদ প্রকাশ সুবেদার (অব:) আকতার আহমদ (১০৪) আর নেই। শনিবার ১৯ জুন বিকাল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার শহরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মরহুমের নাতি ও কক্সবাজার মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল করিম মনছুর বিষয়টি সিবিএন-কে নিশ্চিত করেছেন।

কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ থানার ইসলামপুরের মধ্য নাপিতখালীর বাসিন্দা সুবেদার (অব:) আকতার আহমদ ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) এ চাকুরী করতেন। পরে স্বাধীনতাত্তোর বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর একজন গর্বিত কর্মকর্তা হিসাবে অবসরে যান। সুবেদার (অব:) আকতার আহমদ মরহুম আবদুল করিম ও মরহুমা রোকেয়া বিবি’র সন্তান। মৃত্যুকালে সুবেদার (অব:) আকতার আহমদ ১ পুত্র সন্তান ও ৫ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও অনুসারী রেখে যান। মরহুমের একমাত্র পুত্র সন্তান ডা. এ.কে.এম হারুনর রশীদ কক্সবাজার মেডিকেল কলেজের অর্থোপেডিস বিভাগের সহকারী অধ্যাপক। সুবেদার (অব:) আকতার আহমদের বংশধরদের মধ্যে ৫ জন বিসিএস অফিসার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ, সংস্থা ও প্রতিষ্ঠানে ১৪ জন উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন বলে জানিয়েছেন-মরহুমের নাতি ও কক্সবাজারের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রেজাউল করিম মনছুর।

এদিকে, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি, শতোর্ধ বয়সী সুবেদার (অব:) আকতার আহমদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার রাত ৮ পর সাবেক চেয়ারম্যান সুবেদার (অব:) আকতার আহমদের মৃতদেহ মধ্য নাপিতখালীর বাড়িতে নেওয়া হলে তাঁর চেহারা দেখার জন্য মানুষের ঢল নামে।

রোববার জোহরের নামাজের পর জানাজা :

সুবেদার (অব:) আকতার আহমেদের নামাজে জানাজা রবিবার ২০ জুন জোহরের নামাজের পর ইসলামপুরের নাপিতখালী কৈলাশেরঘোনা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন-নিউরো মিডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রেজাউল করিম মনছুর।