সিবিএন ডেস্ক:

মহেশখালী পৌরসভা-শাপলাপুর সড়কে নির্মাণাধীন ৩টি ব্রীজের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন আশেক উল্লাহ রফিক এমপি। তিনি এসময় বলেন এলাকার উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। বিগত সময়ে যা স্বাপ্নেও ভাবেনি তা এখন বাস্তবে পরিণত হচ্ছে। এমন কোন স্থান নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি আরো বলেন, উন্নয়নের এই ধারাবাহিকতাকে এগিয়ে নিতে আমাদের ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। বিগত সরকার ও প্রতিনিধিরা এলাকার উন্নয়নে মনোযোগ দেননি বলে আজ আওয়ামী লীগ সরকারকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। সফল উন্নয়নই শেখ হাসিনার সফলতা। তিনি বলেন এখন কার্লভার্ট দেওয়ার স্থান খুঁজে পাওয়াও দুস্কর। ইতোমধ্যে মহেশখালী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে অসংখ্য কার্লভার্ট নির্মিত হয়েছে। তিনি গত শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপেক্স সংলগ্ন ব্রীজ, ছোট মহেশখালী ইউপির মোদিরছড়া ব্রীজ,ও ছোট মহেশখালী সিপাহীর পাড়া ব্রীজ পরিদর্শনকালে এ কথা বলেন। মহেশখালীর আদিনাথ হয়ে বড় রাখাইনপাড়া সংযোগ সড়কের ভিঞ্চিপাড়া ব্রীজ টি (এলজিইডি)র প্রায় ৫ কোটি টাকা বরাদ্দের কাজ চলছে।

তিনি ব্রীজ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশিষ্ট ঠিকাদারদের প্রতি নির্দেশ দেয় এমপি। স্থানীয় জনসাধারণের যাতে চলাচলে কোন সমস্যা না হয় মতো ব্রীজের পাশে বিকল্প ব্রীজ (ডাইবেশিনের) ভালোভাবে কাজ করে জনসাধারণ পারাপার করার সুব্যবস্থা করতে সংশিষ্ট ঠিকাদারদের নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভায়র মেয়র মকছুদ মিয়া, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্রজ গোপাল ঘোষ, ঠিকাদার মোস্তফা আনোয়ার চৌধুরী, সাবেক চেযারম্যান শামসুল আলম ও ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম।