মোঃ ফারুক, পেকুয়া:
পেকুয়া উপজেলায় ১ম পর্যায়ের দ্বিতীয় ধাপে ৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর।
শনিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোতাছেম বিল্যাহ এই তথ্য জানিয়েছেন।
জানিয়েছেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্ধকৃত ১ম পর্যায়ের ৩৬টির পর এবার দ্বিতীয় ধাপের ৯টি ঘর উপকারভোগীদের মাঝে প্রদান করবেন প্রধানমন্ত্রী। সারাদেশের মত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী পেকুয়ায় একজনও ভূমি ও গৃহহীন থাকবেনা। এ উপলক্ষকে সামনে রেখে সরকারের চাহিদা অনুযায়ী পরবর্তী ভূমি ও ঘর নির্মাণের জন্য চাহিদা প্রেরণ করা হয়েছে। বরাদ্ধ পাওয়া মাত্র অসহায়দের তালিকা তৈরি করা হবে।
এসময় পেকুয়ার কর্মরত সাংবাদিকেরা সরকারি এ প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।