শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কুতুবদিয়া উপজেলা দক্ষিণ লেমশীখালী সাগরে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানার পুলিশ।

শনিবার (১৯জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৯নং ওয়ার্ড, দক্ষিণ লেমশীখালী এলাকায় সাগরে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

আনুমানিক ৫০-৬০ বছর বয়সী লাশটি কোনো এক পুরুষের বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ওমর হায়দার ।

তিনি বলেন, সকালে জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের কাজ চলছে।