বার্তা পরিবেশক

কক্সবাজারের খুরুশকুলে চাঁদা না দেয়ায় চার যুবককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।

প্রসঙ্গত মুদি দোকানি মোঃ হোসেন দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে মাথা ঘোজার ঠাঁই জোগাতে কক্সবাজার সদরের খুরুশকুলে একটি জায়গা ক্রয় করেন।

সেই জায়গায় বসতবাড়ি নির্মাণ করতে গেলে চাঁদা দাবী করে একই এলাকার জমির নামের এক প্রভাবশালী। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত ছিল জমির।

জুমার নামাজের পর মুদি দোকানি মোঃ হোসেন এবং তার তিন বন্ধু জায়গা দেখতে গেলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায় জমির নামের ওই ব্যাক্তি।

এতে গুরুতর আহত অবস্থায় দুইজন কে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগীর পরিবার।