চকরিয়া সংবাদদাতা:
চকরিয়ায় যাত্রীবেশী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক মো.ফারুক খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসি। শুক্রবার বিকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে নিহতের পরিবার ছাড়াও এলাকাবাসি, চকরিয়া উপজেলা অটোরিক্সা চালক সমিতির সদস্য এবং সর্বস্তরের জনসাধারণ অংশনেন। নিহত ফারুক উপজেলার কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষক নুরুল আমিনের ছেলে।

উল্লেখ্য, ১৭ জুন রাত সাড়ে ১১টার দিকে অটোরিক্সা চালক মো: ফারুক চকরিয়া উপজেলা সদর থেকে কয়েকজন যাত্রী নিয়ে গাড়ি নিয়ে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঝুলারপাড়া নামক এলাকায় যান। ওই সময় তার গাড়িতে থাকা যাত্রীবেশী দুর্বৃত্তরা অটোরিক্সা গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে চালককে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

রাত ১২টার দিকে পথচারী লোকজন রাস্তায় অটো চালকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করেন। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অটোরিক্সা চালককে হত্যার ঘটনায় জড়িত ছিনতাইকারীদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।