বলরাম দাশ অনুপম : কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ বলেছেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সনাতনী সম্প্রদায়কে এগিয়ে যেতে হবে। অার সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। পূজা উদযাপন পরিষদের নেতৃত্বে সকল ধরণের অন্যায়-অত্যাচার দূর করে সনাতনী সমাজের কল্যাণে কাজ করতে হবে। তিনি শুক্রবার বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ ব্রাক্ক্ম মন্দির প্রাঙ্গনে পৌর ৩নং ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির অাহবায়ক অপু ধরের সভাপতিত্বে অনুস্টিত উক্ত সম্মেলনের উদ্বোধন করেন পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ। এতে সম্মাণিত অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ট্রাস্টি বাবুল শর্মা। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, অধ্যক্ষ অজিত দাশ, বিপুল সেন, পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত পাল বিশু, কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম অাহবায়ক ডাঃ পরিতোষ দত্ত, সাংবাদিক শিপন পাল। পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজন শর্মার পরিচালনায় অনুস্টিত উক্ত সম্মেলনে অারো বক্তব্য রাখেন-সাগর পাল সাজু, শাওন চক্রবর্তী, অাপন মল্লিক, রাজু পাল, অনিক পাল, নিতাই নাথ, ঝুন্টু ধর। স্বাগত বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রীতম ধর। অনুস্টানের শুরুতেই পবিত্র গীতাপাঠ করেন পল্লব ভট্টাচার্য।