মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে শুরু থেকে গত ১৭ জুন পর্যন্ত ১২০ জন রোগী মারা গেছে। এরমধ্যে ২০ জন রোহিঙ্গা শরনার্থী। কক্সবাজার সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. সাকিয়া হক এ তথ্য জানিয়েছেন।
কক্সবাজার জেলায় গত ১৫ মাসে করোনায় মৃত্যুবরণ করা ১২০ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় মৃত্যুবরণ করেছে ৫৯ জন। আবার এ ৫৯ জনের মধ্যে ৪৩ জন কক্সবাজার পৌরসভা এলাকার নাগরিক।
ডা. সাকিয়া হকের দেওয়া তথ্য মতে, উখিয়া উপজেলায় গত ১৭ জুন পর্যন্ত রোহিঙ্গা শরনার্থী সহ মোট ২৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। করোনাতে চকরিয়া উপজেলায় মৃত্যুবরণ করেছে ১৩ জন, টেকনাফ উপজেলায় রোহিঙ্গা শরনার্থী সহ মোট মৃত্যু হয়েছে ১২ জন। এছাড়া রামু উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় ৩ জন, মহেশখালী উপজেলায় ২ জন এবং কুতুবদিয়া উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
একইসময়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছে মোট ১১ হাজার ২৮২ জন। এরমধ্যে, রোহিঙ্গা শরনার্থী ১ হাজার ৫৫৮ জন। মোট আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’০৬% ভাগ বলে মেডিকেল অফিসার ডা. সাকিয়া হক জানিয়েছেন। একইসময়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ১২৬ জন করোনা রোগী। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯০% ভাগ।