অনলাইন ডেস্ক : তরুণ ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নিখোঁজ হওয়ার ৮ দিনের মাথায় উদ্ধার হয়েছেন। তার পরিবারের ভাষ্য অনুযায়ী- গত ১০ জুন দিবাগত রাতে রংপুর থেকে রাজধানী ঢাকা ফেরার পথে গাবতলী পৌঁছানো মাত্র ত্ব-হা তার গাড়ির চালক মো. আমির, সফরসঙ্গী মো. মুহিদসহ মোট ৪ জন নিখোঁজ হয়ে যান।

তরুণ এ বক্তা নিখোঁজ হওয়ার পর দেশজুড়ে শুরু হয় চাঞ্চল্যের। ত্ব-হাকে ফিরে পাওয়ার জন্য পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন, ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেন। যেখানে সকলেই তরুণ এ বক্তাকে ফিরে পাওয়ার জন্য দাবি তুলেছিলেন।

এদিকে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ফিরে আসার পর তার আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, নিখোঁজ ত্ব-হাসহ চারজনকে পাওয়া গেছে। শুক্রবার (১৮ জুন) ভোরে ফজরের নামাজ শেষে রংপুরের বাসায় ফিরেন তিনি। এরপর স্ত্রীকে ফোনে জানান তিনি ফিরেছেন। তবে তিনি কিভাবে ফিরলেন, কোথা থেকে ফিরলেন এসব বিষয়ে আপাতত স্ত্রীকে শেয়ার না করার জন্য অনুরোধ জানিয়েছেন এ তরুণ বক্তা।