মাস্টার প্লেন অনুসরন না করার অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরে সড়ক ও ড্রেইনসহ চলমান উন্নয়ন কাজে ধীরগতিতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাস্টার প্লেন অনুসরন না করে এভাবে কাজ করে দুর্ভোগ তৈরি করায় এ নিয়ে কক্সবাজার নাগরিক ফোরাম গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ১৬ জুন সন্ধ্যায় শহরের এক অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।

নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক এএম আনোয়ারুল হক,মোহাম্মদ হোছাইন মাসু,এডভোকেট আব্দুর রহিম, আব্দুল মতিন আজাদ,তোফায়েল আহম্মেদ, মোর্শেদুর রহমান খোকন, অজিত কুমার দাস হিমু,আকবর বাদশাহ বিপ্লব,রফিকুল ইসলাম সোহেল,কামরুল ইসলাম চৌধুরী, সাজ্জাদুর রহমান শাহিন, আবু তাহের কুতুবী ও আদনান মনছুর প্রমুখ।
সভায় জনস্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।